শিক্ষক কল্যাণ ফান্ড
আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত সম্মানিত শিক্ষক বৃন্দকে যেভাবে মূল্যায়ন করা প্রয়োজন সেটি হচ্ছেনা। পৃথিবীর অন্যান্য দেশে মানুষ গড়ার এ পেশাটিকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষকেরাই আর্থিকভাবে অস্বচ্ছল জীবন যাপন করছেন। যেহেতু দেশের হাজার হাজার শিক্ষকদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে তাই আমরা এ ব্যাপারটি গুরুত্বের সাথে অনুভব করি। কিন্তু আমাদের ইচ্ছে অনেক থাকা সত্ত্বেও সামর্থ্য খুবই সীমিত। তারপরও আমরা আমাদের এ সীমিত সামর্থ্যতার মধ্যে থেকে সম্মানিত শিক্ষকদের জন্য কিছু করতে পারলে গর্বিত হবো। আমরা আমাদের পক্ষ থেকে এবং শুভানুধ্যায়ি আরো অনেকের সহযোগিতায় একটি কল্যাণ ফান্ড সংগঠিত করার চেষ্টা করছি। এফান্ড থেকে আর্থিক ভাবে অস্বচ্ছল বিশেষ কোন কারণ যেমন, দুর্ঘটনা, চিকিৎসা ইত্যাদির জন্য সীমিত ভাবে সহযোগিতা করা হবে।