বাংলায় লেখার নির্দেশনা
উইন্ডোজ এক্সপি ও এর আগের অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রে-
আপনি যে লিখাটি পোস্ট করতে চাচ্ছেন তা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে বাংলায় টাইপ করুন, টাইপ শেষে তা আপনাকে ইউনিকোডে রুপান্তর করতে হবে, ইউনিকোডে রুপান্তর করার জন্য আপনি নিচের লিংঙ্কে ক্লিক করুন । বাংলা কনভার্টার এর একটি সাইট আসবে , মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করা লিখাটি কপি করে বামপার্শ্বের বক্সে পেস্ট করুন, তারপর বক্সের নিচে Convert > Bijoy to Unicode এ ক্লিক করুন কিছুক্ষনের মধ্যেই আপনার লিখাটি Unicode এ কনভার্ট হয়ে ডানপার্শ্বের ঘরে চলে আসবে, ডানপার্শ্বের ঘরে আসা লিখাটি কীবোর্ড থেকে Ctrl+A সিলেক্ট করে কপি করুন এবং আইসিটি শিক্ষা সাইটে পেস্ট করুন ।
Bangla Converter 1
অথবা
Bangla Converter 2
উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রে-
আপনার পিসিতে বিজয় বায়ান্ন ইন্সটল দেয়া না থাকলে তা ইন্সটল করে নিন, স্ট্যাটাস বার থেকে বিজয় বায়ান্নতে ক্লিক করুন, বিজয় বায়ান্ন তে মোট ৪টি অপশন রয়েছে যেমনঃ-
এখান থেকে
সিলেক্ট করুন, এখন আপনি যা লিখবেন সবই ইউনিকোডে লিখা হবে।