তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষকদের জন্য সি প্রোগ্রামিং ও এইচ টি এম এল শেখার সুযোগ
সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা
উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সন্মানিত শিক্ষকেরা যদি এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং এর উপর সরাসরি শিখতে চান তাহলে আমাদের অফিসে এসে শিখতে পারেন। সেজন্য পূর্ব থেকে এ্যাপয়নমেন্ট নিতে হবে। আমাদের সীমিত পরিসরে প্রশিক্ষণ পাওয়ার জন্য শীঘ্রই যোগাযোগ করুন।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা
যেসব সন্মানিত শিক্ষক সরাসরি ঢাকায় না এসে নিজস্ব এলাকায় থেকে শিখতে চান তাদের জন্য স্কাইপি এর মাধ্যমে ঘরে বসে সরাসরি শিখার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সন্মানিত শিক্ষকেরা যদি এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং এর উপর সরাসরি শিখতে চান তাহলে পূর্ব থেকে এ্যাপয়নমেন্ট নিয়ে সময় ঠিক করে স্কাইপি এর মাধ্যমে ঘরে বসে শিখতে পারেন। এ সার্ভিস পাওয়ার জন্য ভালো গতির ইন্টারনেট সেবা প্রয়োজন। Skype Address – ictshikkhabd
রিয়েল টাইম ইন্সটলেশন সার্ভিস
বর্তমান আইসিটি সিলেবাসে সি প্রোগ্রামিং বিষয়টি নতুন অর্ন্তভুক্ত হওয়ায় এর বিভিন্ন ভার্সনের কম্পাইলার ব্যবহার করতে হয়। অপারেটিং সিস্টেম ভেদে কম্পাইলার নির্বাচন করতে হয়। পূর্ব অভিজ্ঞতা না থাকায় সি কম্পাইলার ইন্সটল করতে অনেকের অসুবিধা হয়। এ অসুবিধা দূর করার জন্য টীম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে ঢাকার কমপিউটার থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের কোন কমপিউটারে ঢুকে সি এর কম্পাইলারটি সঠিকভাবে সেটআপ করে দেয়া যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সন্মানিত শিক্ষকবৃন্দকে সীমিতআকারে এ সার্ভিস দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সুবিধা পাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকতে হবে।